করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এবার ফ্রান্সে শনাক্ত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:42:11

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এবার ফ্রান্সেও পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত ফ্রান্সে ভারতীয় ধরনের করোনায় তিনজন আক্রান্ত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রণালয়।

ফ্রান্সে বি.১.৬১৭ নামক এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে কয়েক দিন আগেই। করোনার এই ভারতীয় ধরনে তিনজন ফরাসি নাগরিক আক্রান্ত হয়েছেন। প্রথম ভারতীয় ধরন ধরা পড়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক নারীর। সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। বাকি দুজনও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ফ্রান্সে যান।

জানা যায়, করোনা মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স। ভারতকে ২৮টি ভেন্টিলেটর ও ৮টি অক্সিজেন জেনারেটর পাঠাবে তারা। এগুলো ১০ বছরের জন্য একটি হাসপাতালকে স্বনির্ভর করে তোলে। এক একটি জেনারেটর ২৫০ বেডের একটি হাসপাতালের অক্সিজেনের চাহিদা মেটাতে সক্ষম। ৫ দিন চলবে এমন ২ হাজার করোনা আক্রান্তের জন্যে লিকুইড অক্সিজেন।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বের প্রায় ১৭টি দেশে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর