মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করেছে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 12:05:45

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা নিজ দেশে ফিরতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ও হোয়াইট হাউজের বেশ কয়েকজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটতে চলেছে। তবে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রভাবশালী হওয়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা তৈরি হয়েছে।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা জানান, সেনা প্রত্যাহারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ১ মে সেটিরই ধারাবাহিকতা। ওয়াশিংটন এটিকে গুরুত্ব দিচ্ছে। কারণ, ২০২০ সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে সমঝোতা হয়েছিল।

জানা যায়, সৈন্যদের পাশাপাশি মার্কিন ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর