ভারতে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:50:06

ভারতে নির্বাচনের আগের চেয়ে ফল প্রকাশের পর বেশি প্রাণহানি ঘটেছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোট পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ফোন করছেন তিনি।

এ ঘটনা জানান দিয়ে রাজ্যপাল ধনখড় টুইটে লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।

জানা যায়, পশ্চিমবঙ্গে চলমান সহিংসতার ঘটনা কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে খতিয়ে দেখার আদেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এক বিজেপি নেতা। সেই আবেদনে বলা হয়েছে বিজেপি কর্মীদের ওপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে এবং নারীদের ধর্ষণ করা হচ্ছে।

ভারতে রোববার (২ মে) দুপুর থেকে সোমবার (৩ মে) রাত পর্যন্ত রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছেন ১২ জন।

এ সম্পর্কিত আরও খবর