ভারতে করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:10:04

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে ভারত প্রতিদিনই রেকর্ড ভাঙছে। বুধবারও (০৫ মে) দেশটিতে মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে ৩ লাখ ৮২ হাজারের বেশি রোগী শনাক্তেরও খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৪৩৯ জন।

ভারতে সব মিলিয়ে কোভিড-১৯ এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১৪৮ জন; সরকারি হিসাবে ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের।

এদিকে, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিও ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফের শতাধিক মৃত্যুর সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ফের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মহারাষ্ট্র। দিনে ৯শর কাছাকাছি মানুষ মারা যাচ্ছে রাজ্যটিতে। পরের অবস্থানেই রয়েছে দিল্লি। গত ক’দিন ধরেই ৪ শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে রাজধানী। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি সংক্রমিত রোগী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর