সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:09:52

চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসে টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোন দেশের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীন ইতিমধ্যে নিজের দেশ এবং বিশ্বের আরো ৪৫ টি দেশে সিনোফার্মের টিকা সরবরাহ করেছে।

এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার, জনসন এবং জনসন এবং মর্ডানার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

তবে, বিভিন্ন দেশের স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রক সংস্থাগুলো- বিশেষত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার দরিদ্র দেশগুলো- ইতিমধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনের টিকার অনুমোদন দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর