কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৪০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 23:44:32

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছে এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে বেশিরভাগ তরুণ শিক্ষার্থী বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, শনিবার (০৮ মে) রাজধানীর শিয়া অধ্যুষিত পাশ্চাত্যের দাস-ই-বারচির সৈয়দ আল-শাহিদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি বিস্ফোরণের সঠিক কারণ বলতে পারেননি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগীর নাজরী বলেছেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সগুলিতে হামলা চালিয়েছে, এমনকি স্বাস্থ্যকর্মীদের মারধরও করেছে তারা।

ওয়াশিংটন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে বলে গত মাসে ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই তালেবানরা দেশজুড়ে তাদের আক্রমণ তীব্র করেছে।

কোনও গ্রুপ শনিবারের বিস্ফোরণের জন্য এখন পর্যন্ত কোন দায় স্বীকার করেনি।

তবে, তালেবানরা বেসামরিক লোকদের লক্ষ্য করে এই আক্রমণের নিন্দা জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর