দু’সপ্তাহ পর ভারতে দৈনিক আক্রান্ত সাড়ে তিন লাখের নিচে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 03:00:21

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের হার কমলেও বেড়েছে মৃত্যু। তবে প্রায় দু’সপ্তাহ পর দেশটির দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লাখের নীচে নামল।

গত ২৪ ঘণ্টায়  হয়ে ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২। দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখে ৯২ হাজার ৫১২ জনে দাঁড়াল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন।

সোমবার (১০ মে) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত প্রায় ১.৯০ কোটি মানুষ সুস্থ হয়েছেন। তবে, দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধির কারণে সুস্থতার হারে খুব একটা পরিবর্তন হচ্ছে না।

সোমবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ১৯,৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়।

ভারত বর্তমানে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিরুদ্ধে লড়াই করছে। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তৃতীয় ঢেউ জন্য খুব দ্রুত প্রস্তুতি নেওয়া দরকার দেশটির। এর আগে সোমবার (১০ মে) দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের।

এদিকে করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির জানায়,  গত বছরের অক্টোবরে ভারতে প্রথমবারের মতো করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ভারত।

এ সম্পর্কিত আরও খবর