বাংলাদেশসহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 00:52:13

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের  কুয়েতে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সরকার।তবে দেশটিতে কার্গো বিমান পরিবহন করতে পারবে এসব দেশ।

সোমবার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে কুয়েত জানায়, এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্যকোনো দেশে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বুধবার (১১ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে থাইল্যান্ড। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নেয় ব্যাংকক।

এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর