বোমা হামলায় আহত নাশিদকে জার্মানিতে নেওয়া হলো

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 22:49:38

বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

এদিকে নাশিদকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা ইসলামি উগ্রবাদে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।।

এর আগে বৃহস্পতিবার (০৬ মে) গভীর রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে যুক্ত বোমায় ৫৩ বছর বয়সী মোহাম্মদ নাশিদকে হত্যাচেষ্টা করা হয়।

ওই বিস্ফোরণের ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। হামলায় জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেফতারে তল্লাশি চালানো হচ্ছে। নাসিদের ওপর চালানো হামলায় এক ব্রিটিশ নাগরিক ছাড়াও আরও দুই ব্যক্তি গুরুতর আহত হন।

দেশটির বর্তমান সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদের ফুসফুস, তলপেট এবং যকৃত ১৬ ঘণ্টা অস্ত্রোপচার করে ধাতব বস্তু বের করা হয়। এরপর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর