ভারতে বিষণ্ন ঈদ উদযাপন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:05:05

বাংলাদেশের মত আজ ভারতজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। তবে করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরী দেশটিতে একেবারে সাদামাটা ভাবে পালিত হচ্ছে উৎসবমুখর দিনটি। অনেক মুসল্লি যোগ দিতে পারেননি ঈদগাহ বা মসজিদের ঈদ জামাতে।

পশ্চিমবঙ্গের কলকাতাতেও এমন চিত্র দেখা গেছে। প্রতিবছর কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এবার সেখানে নামাজ আদায় হলো না। নামাজ আদায় হলো না পার্ক সার্কাস ময়দান, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ কলকাতার সব ঐতিহাসিক মসজিদেও।

কলকাতার বিভিন্ন এলাকায় নিজেদের বাড়ির ছাদে অনেকে নামাজ আদায় করেন। আবার কোনো কোনো মসজিদে করোনাবিধি মেনে ৫০ জন মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের আগেই মসজিদের ইমামেরা ঘোষণা দিয়েছিলেন, এবার ঈদের নামাজ আদায় হবে বাড়িতে বাড়িতে। বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে পারবেন। ফলে ঈদের আনন্দ আজ অনেকটাই ম্লান হয়ে গেছে কলকাতায়। আবার যেসব মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় হয়েছে, সেই সব মসজিদে নামাজ শেষে হাত মেলাতে কিংবা কোলাকুলি করতে দেখা যায়নি।

পবিত্র ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেছেন, ‘পবিত্র ঈদ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনুক। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক।’

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার জনের মৃত্যু হয়েছে এবং শুনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন।

এ সম্পর্কিত আরও খবর