ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:04:11

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক। এছাড়া ওআইসির এই জরুরি বৈঠকে সৌদি আরব, মালয়েশিয়া ও পাকিস্তান পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (১৬ মে ) ৫৭ দেশের জোট ওআইসির ভার্চ্যুয়াল বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই প্রস্তাব করেন।

মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, এখন ফিলিস্তিনের প্রতি আন্তরিকতা দেখানোর সময়। তুরস্ক যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এর আগে ফিলিস্তিনিদের রক্ষায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

উল্লেখ্য, গত সপ্তাহে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২১২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬১ জন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি।

এ সম্পর্কিত আরও খবর