ভারতে টিকার অপচয় বন্ধে জেলা শাসকদের মোদির নির্দেশ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:08:10

করোনা ভাইরাসের টিকার অপচয় বন্ধ করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৮ রাজ্যের মোট ৪৬টি জেলার শাসকদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘করোনার টিকার জোগান প্রতিদিন বাড়ানো হচ্ছে। দ্রুত আরও বাড়ানোর সব রকম চেষ্টা সরকার করছে। কিন্তু জেলা শাসকদের টিকার অপচয়ও বন্ধ করতে হবে।’

মোদি আরও বলেন, ‘টিকার অপচয় বন্ধ হওয়া অত্যন্ত জরুরি। সে জন্য স্থানীয়ভাবে যা প্রয়োজন জেলা শাসকদের তা করতে হবে।’ এ সময় তিনি সংক্রমণ রোধে কী কী করা দরকার সে বিষয়ে জেলা শাসকদের অভিমতও জানতে চান।

গত শুক্রবার জেলা শাসকদের সঙ্গে ওই বৈঠকের সময় কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। বৈঠক পরিচালনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত চলতি মাসে ভোট বিপর্যয়ের পর এই প্রথম দুই নেতার প্রকাশ্যে একত্রে আসা।

ভারতের প্রধানমন্ত্রী এমন সময় বৈঠক করলেন যখন দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ খানিক কমের দিকে। দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণের জায়গায় কদিন ধরে সংক্রমণের হার কমছে। গত ২৪ ঘণ্টায় তা আড়াই লাখের কিছুটা বেশি। কিন্তু লক্ষণীয়, সংক্রমণের হার কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের।

করোনাভাইরাসের প্রথম ঢেউ ভারতের বড় শহরে মোটামুটি আবদ্ধ ছিল। দ্বিতীয় ঢেউ ছোট ও মফস্বল শহরে ধাক্কা দিয়েছে। বিশেষজ্ঞদের সাবধানবাণী, সম্ভাব্য তৃতীয় ঢেউ গ্রামে পৌঁছাবে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের কণ্ঠেও শোনা গেছে তারই সুর।

এক মামলার শুনানি চলাকালীন উত্তর প্রদেশ হাইকোর্টের এলাহাবাদ বেঞ্চের দুই বিচারপতি গতকাল সোমবার মফস্বল ও গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা ও কোভিড মোকাবিলার অবকাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে যা বলেন, প্রচলিত কথ্য হিন্দিতে তাকে বলে ‘রাম ভরোসে’। অর্থাৎ, ‘ভগবান ভরসা’। সংবাদ সংস্থার খবর অনুযায়ী তাঁরা বলেন, এখনই নজর না দিলে গ্রামের মানুষদের ঘোর বিপদের মুখে পড়তে হবে।

এ সম্পর্কিত আরও খবর