হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার জন্য কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার (১৯ মে) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার (১৮ মে) রাতে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডেয়ার জেনারেল হিদাই জিলবারম্যান বলেন, পুরো অভিযান জুড়েই আমরা মোহাম্মদ দাইফকে হত্যার চেষ্টা চালিয়েছি। আমরা তাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করেছি।
উল্লেখ্য, এর আগে ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ ও ২০১৪ সালে ইসরাইলি হামলা থেকে প্রাণে বেঁচে যান এ শীর্ষ হামাস নেতা। এসব হামলায় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে হারান।