ফিলিস্তিনে সাংবাদিক পেটালো ইসরায়েলি পুলিশ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:56:15

আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) একজন ফটো সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি পুলিশ।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। তবে এ ঘটনায় কিছু জানায়নি এএফপি।

জানা যায়, শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর আল-আকসা মসজিদের সামনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত এক ফটো সাংবাদিক এ ঘটনা ছবি তেলেন। বিষয়টি দেখতে পেলে ওই সাংবাদিকে মারধর করে ইসরায়েলি পুলিশ।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে ইসরায়েলি পুলিশ। এ সময় তারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও গুলি চালায়। ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর