যুক্তরাজ্য থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:53:32

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় দেশটির নাগরিকদের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনার নতুন ধরনের জন্য বৃটেনকে উদ্বেগজনক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে জার্মানির পাবলিক হেলথ ইনস্টিটিউট।

রোববার (২৩ মে) থেকে বৃটেন ও নর্দার্ন আয়ারল্যান্ড থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে বৃটেন ও নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আসা জার্মান নাগরিকদের ক্ষেত্রে। একইসঙ্গে জার্মান নাগরিকদের স্ত্রী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রেও প্রবেশাধিকার থাকবে। তবে এক্ষেত্রে তাদেরকে একসঙ্গে সফর করতে হবে। এছাড়া, কারো নিকট আত্মীয় মারা গেলে সেক্ষেত্রে জার্মানিতে প্রবেশে ছাড় হবে।

শর্ত হিসেবে বৃটেন থেকে আসা সকলকে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। এমনকি করোনা টেস্টের ফল নেগেটিভ আসলেও তার জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জার্মানিতে যারা ট্রানজিট করবেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে তাদেরকে অবশ্যই শুধু বিমানবন্দরের ট্রানজিট এলাকার মধ্যেই অবস্থান করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর