মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি আটক

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-24 08:11:37

মালয়েশিয়ার পাঁচটি স্থান থেকে ৬৪ জন বাংলাদেশিসহ মোট ১২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। সোমবার রাতে এই অভিযান চালানো হয়।

জানা যায়, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে এবং এর মধ্যে ৯৭ জন পুরুষ এবং ২৯ জন মহিলা। বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান এবং নেপালের মানুষ রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম জানিয়েছেন, সাপু নামে এই অভিযানে ৫৫ জন ইমিগ্রেশন অফিসার যোগ দিয়েছিলেন এবং রাত ১১টায় এই অভিযান শুরু হয়।

অভিযানে ২২৬ জনের তথ্য যাচাই করা হয় এবং এদের মধ্যে বিভিন্ন অপরাধের অভিযোগে ১২৬ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি পুরুষ, ৩১ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ২৯ জন ইন্দোনেশিয়ান নারী ও ২ জন নেপালি পুরুষ।

মালয়েশিয়ার সুংগাই বেসির একটি কোয়ার্টাস ও সেগামবুত তেনগাহের ৪টি কোয়ার্টাস থেকে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন এ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ ডকুমেন্ট না পাওয়া, সময়ের অতিরিক্ত অবস্থান এবং ভুল ডকুমেন্ট বহন করার দায়ে সেকশন ৬(১)(সি), সেকশন ১৫ (১) (সি) এবং সেকশন ৫৬ (১)(আই) এর লঙ্ঘন হওয়ায় তাদের আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর