বিবিসি বাংলার ‘প্রভাতী’ ও ‘পরিক্রমা’ বন্ধ হচ্ছে

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 17:58:05

শ্রোতা সংকটে বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি নিউজ বাংলার ভোরের রেডিও অনুষ্ঠান ‘প্রভাতী’ এবং রাতের অনুষ্ঠান ‘পরিক্রমা’। পহেলা এপ্রিল থেকে অনুষ্ঠান দুটি আর সম্প্রচারিত হবে না। ৩১ মার্চ বাংলাদেশে সময় ভোর সাড়ে ৬টায় প্রভাতী এবং রাত সাড়ে ১০টায় পরিক্রমার শেষ অনুষ্ঠান প্রচারিত হবে। বাংলাদেশে ক্রমশ রেডিও শ্রোতা কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবিসি নিউজ বাংলার সম্পাদক সাবির মুস্তাফা। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ খবর শোনা বা জানার জন্য টেলিভিশনের উপর নির্ভরশীল হয়ে উঠছে। বাংলাদেশে বর্তমানে ৮১ শতাংশ মানুষ টেলিভিশন দেখেন আর রেডিও শোনেন মাত্র ১৫ শতাংশ। অন্যদিকে তরুণরা তাদের খবর আর বিনোদনের চাহিদা মেটাতে ক্রমশ ডিজিটাল মাধ্যম এবং অনলাইনে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি রেডিও অনুষ্ঠান কমিয়ে টেলিভিশন এবং অনলাইনে আমাদের পরিবেশনা আরও বৃদ্ধি করবো।’ ‘প্রভাতী’ এবং ‘পরিক্রমা’ অনুষ্ঠান দুটি বন্ধ হলেও বিবিসি নিউজ বাংলার অন্যান্য অনুষ্ঠান আগের মতোই প্রচারিত হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি।

এ সম্পর্কিত আরও খবর