ভারতে ২ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 09:59:47

ভারতে ২ মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুও কমেছে। ২৭ এপ্রিলের পর প্রথমবার দেশটিতে দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নামল।

মঙ্গলবার (১ জুন) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন।

সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪। ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫।

ভারতে সামগ্রিক চিত্র লক্ষ্য করলে দেখা যাচ্ছে, করোনা শনাক্তের হার প্রতিনিয়ত কমছে। যা মে মাসের শুরুতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল।

২৪ মে ভারতে দৈনিক করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গত ১৪ এপ্রিলের পর প্রথম দুই লাখের নিচে নেমেছিল। গত ৮ এপ্রিল ভারতে ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকে।

মে মাসের শুরুতে ভারতে একদিনে ৪ লাখ ১৪ হাজার সংক্রমণের ঘটনা ঘটেছিল। যা একদিনে করোনা আক্রান্তে বিশ্বব্যাপী রেকর্ড সৃষ্টি করে। এতে করে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাপক তৈরি করে। হাসপাতালগুলোতে শয্যা ও চিকিৎসা সরবরাহের ঘাটতি দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর