পেরুতে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 00:23:24

নতুন করে পর্যালোচনার পর দেখা গিয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনা মহামারিতে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, নতুন করে পর্যালোচনার পর সরকারি হিসাবে পেরুতে করোনায় মৃতের সংখ্যা ৬৯ হাজার থেকে বেড়ে এক লাখ ৮০ হাজার হয়েছে।

পেরুর প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুডেজ বলেন, দেশের এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এই সংখ্যা বাড়ানো হয়েছে। আমি মনে করি, আমাদের দায়িত্ব জনগণকে হালনাগাদ তথ্য জানানো।

উল্লেখ্য, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেরু। মহামারির কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর