চীনের জিয়াংসুতে এক ব্যক্তি (৪১) বার্ড ফ্লুর ‘এইচ১০এন৩’ ধরনে আক্রান্ত হয়েছেন। তবে মানবদেহে এই ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি খুবই কম।
মঙ্গলবার (১ জুন) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি গত ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক মাস পর তার দেহে এইচ১০এন৩ ভাইরাস শনাক্ত হয়। ওই ব্যক্তি কেমন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে বিশ্বে এইচ১০এন৩ ধরনে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বার্ড ফ্লুর এ ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম।