শ্রীলঙ্কা উপকূলে ডুবছে রাসায়নিক ভর্তি জাহাজ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:59:21

সিঙ্গাপুরে নিবন্ধিত এক্স-প্রেস পার্ল নামে রাসায়নিক ভর্তি একটি কার্গো জাহাজ শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

বুধবার (২ জুন) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনায় শ্রীলঙ্কা নৌ-বাহিনীর ক্যাপ্টেন ইন্দিকা সিলভা বলেন, জাহাজটি ডুবে যাচ্ছে। উদ্ধারকারীরা ডোবার আগে জাহাজটিকে গভীর সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে যাতে সমুদ্র দূষণের ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। কিন্তু জাহাজটির পেছনের অংশ ভেঙে গেছে।

জানা যায়, দু সপ্তাহ আগে আগুন লাগে জাহাজটিতে। আগুন নেভাতে এবং ডুবে যাওয়া ঠেকাতে গত কয়েক দিন ধরেই যৌথভাবে কাজ করছে শ্রীলঙ্কা এবং ভারতের নৌ-বাহিনী। এ সপ্তাহে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জাহাজটি যদি ডুবে যায় তাহলে এর জ্বালানি ট্যাংক থেকে শত শত টন তেল সাগরে ছড়িয়ে যাবে। আর তাতে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হবে আশেপাশের সামুদ্রিক পরিবেশ।

এ সম্পর্কিত আরও খবর