ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হারজোগ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:00:02

ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক আইজ্যাক হারজোগ (৬০)।

বুধবার (০২ জুন) দেশটির পার্লামেন্ট নেসেটে ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নেসেটের ১২০ সদস্যবিশিষ্ট ইসরায়েলি সংসদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারজোগ।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত হওয়ার পর হারজোগ বলেন, আমি সবার প্রেসিডেন্ট হতে চাই। আমাদের অবশ্যই ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এবং খ্যাতি রক্ষা করতে হবে। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের স্থলাভিষিক্ত হবেন হারজোগ।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর