দিল্লির হাসপাতালে হিন্দি বা ইংরেজিতে কথা বলার নির্দেশ!

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 02:18:29

দিল্লির গোবিন্দ বল্লভ পান্থ ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের নির্দেশ দিয়েছে হাসপাতালে কথা বলতে হবে শুধুমাত্র হিন্দি বা ইংরেজিতে। এ নির্দেশ যে অমান্য করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৬ জুন) এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, হাসপাতালে সম্প্রতি নার্সদের মালয়লাম ভাষা ব্যবহার নিয়ে অভিযোগ ওঠে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করে। রোগী কিংবা তাদের পরিবারের অধিকাংশ লোকই স্থানীয় বা আঞ্চলিক ভাষা বোঝেন না। অসহায় বোধ করেন। তাই সব নার্সদের শুধু হিন্দি অথবা ইংরেজিতে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, শশী থারুর থেকে কে সি বেণুগোপালও ভাষা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লিখেছেন, এটি ভাষা বিভেদ। বাকি ভারতীয় ভাষার মতোই মালয়লামও একটি ভারতীয় ভাষাই। এই ধরনের ভাষা বিভাজন বন্ধ হোক!

এ নির্দেশ জারি করে বিতর্কের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর