আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত ১০

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 14:28:44

আফগানিস্তানে হ্যালো ট্রাস্ট সংস্থার কার্যালয় প্রাঙ্গণে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ১০ জন মাইন অপসারণ কর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে দশটার দিকে হামলাকারীরা মুখোশ পরে হ্যালো ট্রাস্টের কার্যালয়ে হামলা চালায়। এ সময় মাইন অপসারণ কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মাইন অপসারণের কাজ শেষ করে কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

অফগান কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানদের দায়ী করেছে। কিন্তু সংস্থাটির (হ্যালো ট্রাস্ট) প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন- স্থানীয় তালেবান তাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং হামলাকারীদের সে স্থান থেকে তাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, একটি মাইন অপসারণ সংস্থার কার্যালয়ে তালেবানরা প্রবেশ করে সবাইকে গুলি করা শুরু করে।

এই অভিযোগ অস্বীকার করে তালেবান গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা প্রতিরক্ষা বিহীন এই হামলার নিন্দা জানাই আর একে নৃশংসতা হিসেবে দেখি।

তিনি আরও বলেন, এনজিওগুলোর সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক আছে।

এ সম্পর্কিত আরও খবর