ভারতে কমেছে সংক্রমণ, কমছে মৃত্যুও

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 03:43:41

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। দেশটিতে গত ২ মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন।

এদিকে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪-তে।

বুধবার (১৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ছয় দিন ধরেই এক লাখের নিচে রয়েছে সংক্রমণ। কমেছে মৃত্যুও। দৈনিক আক্রান্তের হার ৪.২৫ শতাংশের নিচে রয়েছে। টানা ২০ দিন এই হার দশ শতাংশের কম।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার ৯৫.২৬ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬২ জন। এতে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। সুস্থতার পথে এগোচ্ছে দেশ। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯। এখনও পর্যন্ত ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন ৭১৯ জন চিকিৎসক। শনিবার এই তথ্য প্রকাশ করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

এ সম্পর্কিত আরও খবর