বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:27:46

দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

বুধবার (১৬ জুন) জেনেভায় ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একজন অভিজ্ঞ রাষ্ট্রনেতা। তিনি (জো বাইডেন) ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একেবারে আলাদা।

পুতিন বলেন, রাশিয়া নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ভিত্তিহীন।

ভ্লাদিমির পুতিন বলেন, উভয় দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের পুনরায় দুই দেশের দূতাবাসে ফেরাতে রাজি হয়েছেন তারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেছেন, তিনিও জো বাইডেনকে মস্কোতে আমন্ত্রণ জানাননি।

তিনি বলেন, আমাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে । তিনি মনে করেন না যে, তাদের মধ্যে কোনও ধরনের বৈরীতা আছে।

এ সম্পর্কিত আরও খবর