৩ নভোচারী নিয়ে চীনের শেনঝু-১২ মহাকাশযানের যাত্রা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 06:12:28

নতুন মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে তিন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে চীন। যারা সেখানে তিন মাস অবস্থান করবেন।

শেনঝু-১২ নামের চীনা মহাকাশযানটি সফলভাবে যাত্রা করেছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেনঝু-১২ নামের একটি ক্যাপসুলে তিন নভোচারীকে নিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে পৃথিবীর কক্ষপথের দিকে রওনা হয়।

চীনা ভাষায় শেনঝু অর্থ হল ‘স্বর্গীয় তরী’। এর গন্তব্য স্পেস স্টেশনের তিয়ানহে মডিউল। ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় ওই মডিউলে থেকেই স্পেস স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নেবেন তিন নভোচারী হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। সেখানে ভবিষ্যৎ স্পেস স্টেশনের ‘লিভিং কোয়ার্টার’ রয়েছে।

মহাকাশে চীনের স্পেস স্টেশন নির্মাণে যে ১১টি অভিযান পরিচালিত হওয়ার কথা, এটার তার তৃতীয় অভিযান। ১১টির মোট চারটিতে নভোচারী পাঠানোর কথা।

এ সম্পর্কিত আরও খবর