ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে নামল

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 08:55:53

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। প্রায় ৯১ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেখা গেলা ভারতে।

গত ২৪ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বা়ড়তে মে মাসের শুরুতে ৪ লাখে পৌঁছে যায়। সেখান থেকেই ধীরে ধীরে কমে নেমে এসেছে ৫০ হাজারের নিচে।

মঙ্গলবার (২২ জুন) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনে। দেশটিতে মধ্যে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টাতে তা ৩৫২। কর্নাটক, তামিলনাড়ু এবং কেরলে তা ১০০-র আশপাশে। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর কম রয়েছে।

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন।

দেশটিতে ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা পেয়েছেন ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জন। একদিনে কোভিড টিকা পাওয়ার এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ সম্পর্কিত আরও খবর