করোনার আলফা-বিটা দুটোই মিলেছে একজনের শরীরে!

, আন্তর্জাতিক

মহিউদ্দিন আহমেদ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 16:20:59

অবিশ্বাস্য শোনালেও করোনাভাইরাসের দুটি রূপের সন্ধান পাওয়া গেছে একই মনুষের শরীরে। করোনাভাইরাসের দুই ভ্যারিয়েন্ট আলফা ও বিটায় একসঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯০ বছরের এক বৃদ্ধা। তার মৃত্যুর পর চিকিৎসকরা জানতে পারেন ওই বৃদ্ধা করোনাভাইরাসের আলফা আর বিটা দুটি রূপে একই সঙ্গে একই সময় আক্রান্ত হয়েছিলেন। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। এক সঙ্গে দুটি রূপে আক্রান্ত হওয়ার ঘটনা সাধারনত খুবই বিরল।

রোববার (১১ জুলাই) বেলজিয়ামের গবেষকরা এই তথ্য সামনে এনেছেন। বেলজিয়ান সিটির ওএলভি হাসপাতালের বিশেষজ্ঞ অ্যানি ভ্যানকিরবেরঘেন বলেন, ‘‘এই মুহূর্তে বেলজিয়ামে করোনার এই দুটি রূপই দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে দু’জন আলাদা ব্যক্তির শরীর থেকে দুটি রূপ ছড়িয়েছিল বৃদ্ধার শরীরে। তার ফলেই মৃত্যবরণ করেছেন তিনি।

গত মার্চে করোনা আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে একা থাকতেন, বাড়িতেই করোনা চিকিৎসা চলছিল তার। পরে পরিস্থিতি খারাপ হওয়ায় ওএলভি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।

বেলজিয়াম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধার টিকা নেওয়া ছিল না। ওই বৃদ্ধার নমুনা নিয়ে যে গবেষণা হয়েছে, তা এখনো কোনো জার্নালে প্রকাশিত না হলেও গবেষণাপত্রটি ‘ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’-এ সবার সামনে পেশ করা হয়েছে।

গবেষণার প্রতিক্রিয়া জানিয়ে বিখ্যাত ভাইরোলজিস্ট লরেন্স ইয়ং বলেছেন, একাধিক স্ট্রেইনে একজন ব্যক্তির আক্রান্ত হওয়ার ঘটনার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। তিনি আরও বলেছেন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দ্রুততার সঙ্গে টিকা দেওয়া জরুরি। তা না হলে ভাইরাসটির মিউটেশন ঘটবে। আরও নতুন নতুন রূপের উদ্ভব হবে।

এ সম্পর্কিত আরও খবর