আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের ২৬২ যোদ্ধা নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 07:32:10

গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৬২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১৭৬ জন।

শনিবার (২৪ জুলাই) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

টুইটবার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালানো হয়। এতে তালেবানের একাধিক গাড়ি ও বাঙ্কার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তালেবানের পক্ষ থেকে বিমান হামলায় নিহতের সংখ্যা নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার থেকে শনিবার- এই ২৪ ঘণ্টায় দেশের লাঘমান, নানগারহার, নূরিস্তান, কুনার, গজনি, পাখতিয়া, কান্দাহার, হেরাত, বালখ, জওজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে বিমান হামলা চালিয়েছে এএনডিএসএফ (আফগানিস্তান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স)।

মার্কিন ও ন্যাটোর বেশিরভাগ সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল নিয়েছিল তালেবান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলমান্দ প্রদেশের লস্কর ঘা এলাকায় অভিযান চালায় আফগান বাহিনী। সেখানে দুই বিদেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে ১২ তালেবান যোদ্ধা। আহত হয়েছে ২ জন।

আফগান বাহিনীর পাল্টা হামলায় তিনটি গাড়ি, ৬টি মোটরসাইকেল, দুটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নষ্ট করা হয়েছে বিপুল অস্ত্রও।

এদিকে তালেবান হামলা রুখতে আফগানিস্তান জুড়ে নাইট কারফিউ জারি করেছে আফগান প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর