যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন পূর্ণ অনুমোদন দিয়েছে। দেশটিতে অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলোর মধ্যে ফাইজারের টিকায় প্রথম এফডিএ-এর পূর্ণাঙ্গ অনুমোদন পেল।
কোভিড-১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিনটি ৯৫% সুরক্ষা দেয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে এফডিএ ফাইজার/বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তখন মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন জানায়, এই মহামারিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।
সোমবার (২৩ আগস্ট) এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, আনুষ্ঠানিকভাবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। যদিও লাখ লাখ মানুষ ইতিমধ্যেই ফাইজারের টিকা নিয়ে সুস্থ ও নিরাপদ আছেন। তবুও কারও কারও জন্য এফডি’র অনুমোদন টিকা নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, ফাইজারের টিকা ১৬ বছর বা তার বেশি বয়সের আমেরিকানদের দেওয়া যেতে পারে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের এই টিকার ট্রেড-নাম ‘কমিরন্যাটি’।
ফাইজারের এই টিকা মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়।