মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

বিবিধ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 19:19:49

রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের ঘটনায় মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরি পেইন মঙ্গলবার ( ২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাঁচ মিয়ানমার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির সঙ্গে সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

রোহিঙ্গা সঙ্কট অস্ট্রেলিয়ার অঞ্চলে বৃহত্তম মানবিক সঙ্কট। সাম্প্রতিক জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন দেখেছে যে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সম্ভবত রাখাইন রাজ্যে গণহত্যা ঘটেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবং আসেম সামিটে সাম্প্রতিক কর্মকাণ্ডের ওপর আমি অস্ট্রেলিয়ার গুরুতর উদ্বেগ উত্থাপিত করেছি। সম্প্রতি রেডক্রস প্রেসিডেন্ট পিটার মাওরার আন্তর্জাতিক কমিটির সঙ্গেও সাক্ষাত করেছি এ বিষয়টি নিয়ে।

এসব পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী পাঁচ মিয়ানমার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছি।

এ সম্পর্কিত আরও খবর