কোভিড-১৯: জাপানে জরুরি অবস্থা বাড়ল

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 01:49:43

করোনা সংক্রমণ রোধে জাপানে চলমান জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। রাজধানী টোকিওসহ ২১টি এলাকায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি অবস্থা থাকবে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এ ঘোষণা কার্যকর হবে। আর শর্ত সাপেক্ষে মিয়াগি ও ওকায়ামা অঞ্চলে ১৩ সেপ্টেম্বর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখনো কিছুসংখ্যক মানুষ টিকাদানের বাইরে রয়েছেন। তাদের দ্রুত টিকাদানের আওতায় আনা হবে। এরপর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে জরুরি অবস্থা শিথিল করা হবে।

তিনি বলেন, বর্তমানে ৬০ শতাংশ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ১০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার কাজ চলছে। প্রতিদিন ১০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী সুগা বলেন, সরকার আগামী মাসের প্রথম দিকে বিধিনিষেধ শিথিল করার একটি পরিকল্পনা নিয়ে পরীক্ষা করবে। এর মাধ্যমে সংক্রমণের পরিস্থিতি মূল্যায়ন করার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ ও বারগুলোকে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরানো হবে।

এ সম্পর্কিত আরও খবর