মোদির জন্মদিনে ভারতজুড়ে উৎসবের আমেজ

, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-23 22:30:12

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ ১৭ সেপ্টেম্বর। একাত্তর পূর্ণ করে বাহাত্তরে পা দিলেন মোদি। তার জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা।

গুজরাটের মেহসানা জেলায় ছোট্ট একটি গ্রাম ভাদনগরে জন্ম নেন নরেন্দ্র মোদি। ভারত স্বাধীন হওয়ার তিন বছর পর ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জন্ম নেন। তাঁর বাবার নাম দামোদারদাস মোদি এবং মায়ের নাম হিরাবা মোদি। ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হন মোদি। সেই অবস্থা থেকে তাঁর উত্থান রূপকথাকেও হার মানায়। ভাদনগর রেল স্টেশনে তাঁর বাবার চায়ের ছোট দোকান ছিল। ছেলেবেলায় পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে তিনিও চা বিক্রি করেছেন। পড়াশোনা ও বিতর্কে খুব আগ্রহ ছিল তাঁর। এমনও হয়েছে, বিদ্যালয়ের গ্রন্থাগারে ঘণ্টার ঘণ্টা তিনি পড়াশোনা করেছেন। গুজরাট ইউনিভার্সিটি থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম এ করেন।

নরেন্দ্র দামোদরদাস মোদি ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী। এই রাজনীতিবিদ ২০১৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বহুমতের দ্বারা জয়লাভ লাভ করেন এবং ২৬শে মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি গুজরাটের চতুর্দশ মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী সেবা ও সমর্পণ অভিযান শুরু করেছে বিজেপি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বলেছেন, চলুন টিকা নেই। যারা এখনো নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেই।

গত ২১ জুন ৮৮ লাখ ৯ হাজার টিকা দিয়ে একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দেশটি। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে এক কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে ভারত। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।

এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। টিকাদানের পাশাপাশি এতে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান ক্যাম্পেইনেরও আয়োজন থাকছে। এছাড়া বিজেপি কর্মীরা নিজেদের জনসেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠাবেন বলেও ঠিক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর