বয়স্কদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 00:39:58

করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ)। ইউএস এফডিএ এর একজন প্যানেল অ্যাডভাইজার গণমাধ্যমকে এ তথ্য জানান।

মূলত ইউএস এফডিএ এবং ফাইজার ১৬ বছর এবং তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু এই অ্যাডভাইজার তাদের প্রস্তাব প্রত্যাখান করে জানিয়েছেন, ব্যাপক হারে বুস্টার ডোজ দিতে গেলে ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে তরুণদের বুস্টার ডোজ দিলে ঝুঁকি বাড়বে।

মূলত প্যানেলটি করোনায় আক্রান্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স্ক ব্যক্তিদের এই বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর