অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ফ্রান্সের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 09:37:59

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক নিরাপত্তা চুক্তির প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ফ্রান্স।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওয়াশিংটন লন্ডনের চুক্তিকে ‘পিছন থেকে পিঠে ছুরিকাঘাত’ বলে উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত প্রত্যাহার করেন।

১৭৭৮ সালের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রদূত প্রত্যাহার করল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি দেয়ার সিদ্ধান্তটিকে নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ঘোষণার আগ মুহূর্তে অস্ট্রেলিয়া গত বুধবার ফ্রান্সের সাথে একটি ১ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে।

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের চুক্তিকে দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তারের প্রচেষ্ট হিসেবে দেখছে অনেকে।

ফ্রান্সের বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের সিদ্ধান্ত হতাশাজনক এবং কূটনৈতিক সর্ম্পকের মূল্য রক্ষার্থে, তারা ফ্রন্সের সাথে আরো কাজ করতে আগ্রহী।

এ সম্পর্কিত আরও খবর