আফগানিস্তানে তিনটি বিস্ফোরণ, তালেবান কর্মকর্তাসহ নিহত ৩

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 08:01:55

আফগানিস্তানে বিভিন্ন স্থানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে দুইজন তালেবান কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদের বোমা হামলাটি তালেবানদের গাড়িকে লক্ষ্য করে করা হয়েছিল।

নানগারহার প্রদেশের কর্মকর্তারা স্থানীয় টেলিভিশন টলো নিউজকে বলেন, রাস্তার পাশে পুতে রাখা বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন তালেবানদের একটি গাড়িতে আঘাত হানে।

হিন্দিুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন তালেবান কর্মকর্তা এবং আহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, শনিবার (১৮ সেপ্টেম্বর) কাবুলে একটি স্টিকি বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। কাবুলের বোমাটির লক্ষ্য এখনও স্পষ্ট নয়।

এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

জালালাবাদ আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর যা কাবুল থেকে প্রায় ৮০ মাইল দূরে।

বিস্ফোরণটি এমন সময়ে ঘটলো যখন আফগানিস্তান বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তালেবানরা ১৫ আগস্টের একটি অপ্রত্যাশিত অভ্যুত্থানে দেশটি দখলে নেয়।

এ সম্পর্কিত আরও খবর