ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ২৪ কয়েদি নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:58:20

ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ কারাবন্দী নিহত হয়েছেন। বন্দীরা এসময় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা জেনারেল ফাউস্তো বুয়েনানো।

ইকুয়েডরের ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) দাঙ্গায় হতাহতের খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কারাগারে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো দাঙ্গার ঘটনা ঘটল। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে দফায় দফায় দাঙ্গার ঘটনা ঘটছে।

পুলিশ কর্মকর্তা জেনারেল ফাউস্তো বুয়েনানো বলেন, এই হামলায় বন্দীদের গুলি করে ও গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গিলার্মো লাসো এক টুইট বার্তায় বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর লিটোরাল পেনিটেন্সিয়ারিতে পরিস্থিতি মোবাবিলায় নতুন আদেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, লস লোবোস এবং লস কোনেরোস গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর