আজ শনিবার বিশ্ব অহিংস দিবস। প্রতি বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে অহিংস দিবস হিসেবে পালন করা হয়। ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষুষ্ণতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে দিবসটি পালন শুরু হয়। পৃথিবীর অসহিষুষ্ণতা, উত্তেজনা ও সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
২০০৪ সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানী নোবেল বিজয়ী শিরিন এবাদী তার একজন হিন্দি শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন। পরে ২০০৭ সালে সোনিয়া গান্ধী জাতিসংঘে সিদ্ধান্তটি পেশ করে। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়।