এবার শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:41:42

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মোরাতভ। তারা দুজনই সাংবাদিক।

শুক্রবার (৮ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মোরাতভ ফিলিপাইন এবং রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের ‘সাহসী লড়াই’য়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। যা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত।

কমিটি তাদের এই আদর্শের পক্ষে দাঁড়ানো সকল সাংবাদিকের প্রতিনিধি বলে অভিহিত করেছে।

এবার ৩২৯ জন প্রার্থীর মধ্য থেকে তাদের নির্বাচিত করা হয়।

অন্যদের মধ্যে এই পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন- জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, মিডিয়া রাইটস গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মারিয়া রেসা ফিলিপাইনভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট র‌্যাপলারের সহপ্রতিষ্ঠাতা। তিনি ক্ষমতার অপব্যবহার, সহিংসতা এবং ফিলিপাইনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ প্রকাশ করায় প্রশংসিত হন।

দিমিত্রি মোরাতোভ রুশ সংবাদপত্র নোভায়া গেজেতার এডিটর ইন চিফ। এই সংবাদপত্রটিকে অনেকেই রাশিয়ার একমাত্র সত্যিকার সমালোচক সংবাদমাধ্যম মনে করে থাকে।

মোরাতোভ কয়েক দশক ধরে রাশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাক স্বাধীনতা রক্ষায় কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর