নেপালে বন্যা ও ভূমিধসে ৪৩ জনের প্রাণহানি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:11:08

তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৩০ জন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বুধবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের এই মুখপাত্র বলেন, প্রাকৃতিক এই বিপর্যয়ে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ি এই দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন বলেও জানান তিনি।

বসন্ত কুমার বলেন, খারাপ আবহাওয়া এবং একটানা বৃষ্টির কারণে উদ্ধারকারীরা গতকালও গ্রামটিতে যেতে পারেনি। উদ্ধারকাজ আজও অব্যাহত রয়েছে।

নেপালের টেলিভিশনের খবরে দেখা গেছে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে কিংবা ভেসে যেতে দেখা গেছে। বন্যার পানিতে সেতু, রাস্তাঘাট এবং ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর