সুদানে সামরিক অভ্যুত্থানের পর বিমানবন্দর বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:37:45

সামরিক অভ্যুত্থানে সুদানে চলছে চরম অস্থিতিশীলতা। সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করলেও তা মানতে নারাজ জনগণ। তারা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

বিক্ষোভ ও অবরোধের ফলে বাধ্য হয়ে দেশটির রাজধানী খার্তুমে অবস্থিত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সুদানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

কর্তৃপক্ষ জানায়, সেনা অভ্যুত্থানের ফলে বিক্ষোভের জেরে খার্তুম বিমানবন্দরে মঙ্গলবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে সেনা অভ্যুত্থানের পর তুরস্ক-সুদান ফ্লাইট স্থগিত করেছে তুর্কিশ এয়ারলাইন্স।

সুদানের শাসক পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবার (২৫ অক্টোবর) জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সার্বভৌম পরিষদ ও সরকার ভেঙে দেন। সেনাবাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পর এ ঘোষণা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর