আফ্রিকান ইউনিয়ন সুদানের সদস্যপদ স্থগিত করেছে

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:20:13

আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ) সুদানের সদস্যপদ স্থগিত করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বুধবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সুদানের সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল–বুরহান সোমবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সার্বভৌম পরিষদ ভেঙে দিয়েছেন।

অভ্যুত্থানের পর হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী রাজধানী খার্তুম এবং এর আশপাশের শহরে বিক্ষোভ করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, অন্তত সাতজন নিহত এবং শতাধিক বিক্ষোভকারীরা আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর