‘অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র’র সফল পরীক্ষার দাবি ভারতের

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:14:27

ভারত পাঁচ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞদের দাবি- ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উত্তর ভারতের উড়িষ্যার এ পি জে আবদুল কালাম উপদ্বীপ থেকে ‌‌‘অগ্নি-৫’ নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথমে ব্যবহার না করার নীতি’ অনুসরণ করেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র’-এর সফল পরীক্ষা চালানো হয়েছে।

এতে বলা হয়, তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত ইঞ্জিনের এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ভারত এর আগে আরও অন্তত সাতবার ‘অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র’-এর পরীক্ষা চালিয়েছে। ২০১২ সালের ১৯ এপ্রিল সর্বপ্রথম ভারত ‘অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র’-এর পরীক্ষা চালায়।

এ সম্পর্কিত আরও খবর