ইসরায়েলের উসকানিমূলক মহড়া, হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 08:26:59

অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘উসকানিমূলক’ সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) শুরু করা এ মহড়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

মহড়ায় মূলত একইসঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করছে ইসয়ায়েলি নিরাপত্তা বাহিনী। এছাড়া নিখুঁত ক্ষেপণাস্ত্র মোকাবিলার কৌশল নিয়েও কাজ করবে তারা। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাস ইসরায়েলি বাহিনীর এ মহড়াকে উসকানি বলে অভিযোগ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী এ মহড়ার মাধ্যমে গাজার বাসিন্দাদের মনে ভয় ধরিয়ে দিতে চায় তারা। তবে ইসরায়েলি বাহিনী বলছে, এটি তাদের নিয়মিত কর্মসূচির অংশ।

এদিকে, হামাস শনিবার (৩০ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তারই অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে সশস্ত্র সংগঠনটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে হামাস ভূমধ্যসাগরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যদিয়ে সশস্ত্র সংগঠনি নিজেদের যুদ্ধপ্রস্তুতি পরীক্ষা করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর।

তবে হামাস ও গাজার বাসিন্দারা বলছেন, দখলদার ইসরায়েলি বাহিনীর যেকোনো হামলা প্রতিহত ও পাল্টা হামলার চালানোর প্রস্তুতি থাকা তাদের নৈতিক অধিকার।

এ সম্পর্কিত আরও খবর