এরদোয়ান-বাইডেন বৈঠক

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:05:22

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক করেছেন।

রোববার (৩১ অক্টোবর) ইতালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন তারা। এ সময় তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহসহ মানবাধিকার নিয়ে কথা বলেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আলোচনায় বাইডেন এরদোয়ানকে এফ-১৬ যুদ্ধ বিমানের বিষয়ে বলেন, এটির জন্য আমেরিকায় একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া দুই দেশের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা যথাযথভাবে পরিচালোনা করার ইচ্ছাও প্রকাশ করেন বাইডেন।

মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা শনিবার বলেন, কোনও ত্বরিৎ পদক্ষেপ মার্কিন-তুর্কি সম্পর্কের জন্য উপকারী হবে না; সে ব্যাপারে এরদোয়ানকে সতর্ক করবেন বাইডেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং ন্যাটো মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশটিতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর