‘মুসার লাঠি’ হ্যাকার গ্রুপের নিয়ন্ত্রণে ইসরায়েলের ২৫৪ ওয়েবসাইট

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:43:40

ইসরায়েলের তিনটি বৃহৎ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা প্রকৌশল প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে ‘মোজেজ স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।

বুধবার (৩ নভেম্বর) ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্য আল-জাজিরাও প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইঞ্জিনিয়ারিং কোম্পানি ‘ইহুদ লুতায়ান’, ‘ডেভিড’ ও ‘এইচজিএম’ কোম্পানির তথ্যব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। হ্যাক হওয়া ওই সব ডিভাইসে বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সের গুরুত্বপূর্ণ ভিডিও ছিল।

হ্যাকার গ্রুপটির দাবি, তারা এ পর্যন্ত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েবসাইট হ্যাক করেছে। এর মাধ্যমে ইসরায়েলের ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে তারা। সেগুলোর মধ্যে ইসরায়েলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে।

এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে। ‘ইলেকট্রন সিলাগ’ ও ‘এপসিলোর’ কোম্পানির তথ্যও তাদের হাতে রয়েছে বলেও দাবি হ্যাকারদের।

এ সম্পর্কিত আরও খবর