ইউরোপে ফের করোনার থাবা, প্রশ্নবিদ্ধ পুনরুদ্ধার ব্যবস্থা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:51:36

শীত ঘনিয়ে আসতেই ইউরোপে আবারও মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। এর ফলে মহামারি থেকে পুনরুদ্ধারে ইউরোপের নেওয়া পদক্ষেপগুলো প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

ইতিমধ্যে ইউরোপের দেশগুলো করোনা রুখতে প্রাপ্তবয়স্ক প্রায় সব মানুষকে করোনার টিকা দিয়েছেন। তবুও সম্প্রতি জার্মানি থেকে গ্রীস পর্যন্ত করোনার রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। আর রোমানিয়া ও বুলগেরিয়া তো ভয়াবহ মাত্রায় প্রাণহানি ঘটেছে।

ইউরোপে এখন বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন এ ওয়েভকে ‘গুরুতর উদ্বেগ’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, ইউরোপের দেশগুলো এখন আর লকডাউনের পথে যেতে নারাজ। দেশগুলো বর্তমানে বিকল্প পথ খুঁজছে এর থেকে উত্তরণের জন্য।

বিশেষত পশ্চিম ইউরোপের দেশগুলোয় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বড়দিনের ছুটির আগেই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কীভাবে আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা যায় তা নিয়ে চলছে নানা আলোচনা।

অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এ সংক্রমণ আরও বেড়েছে বলে বিজ্ঞানীরা মনে করেছেন। শীতের সময় যখন বাসা-বাড়িতে মানুষের জমায়েত বেড়ে যায়, ভাইরাসটি আরও অধিক হারে সংক্রমিত হয়।

সংক্রমণ ঠেকাতে ইউরোপ যদি বর্তমান পন্থাই অনুসরণ করে, তাহলে সামনের বছরের ফেব্রুয়ারি নাগাদ এ অঞ্চলে আরও পাঁচ লাখ কোভিডজনিত মৃত্যু হতে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপে গত এক সপ্তাহে কোভিড শনাক্তের হার বেড়েছে । এর আগের সপ্তাহের তুলনায় নতুন করে কোভিড শনাক্তের সংখ্যা বেড়েছে কয়েক লাখ। একই সময়ে মৃত্যুহারও বেড়েছে।

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে চতুর্থ তরঙ্গ কঠোরভাবে আঘাত হেনেছে। চলতি সপ্তাহে দেশটিতে সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

দেশটির সমস্ত প্রাপ্তবয়স্কদের তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার শট নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান। তিনি বলেন, করো নিয়ম, ব্যতিক্রম হওয়া উচিত।

যুক্তরাজ্য

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক সমীক্ষা অনুসারে, অক্টোবরে ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেছেন, এই গবেষণাটি শীতে সতর্ক থাকার বিষয়ে একটি ‘গুরুত্বপূর্ণ বার্ত’।

ইতালি

ইতালির উত্তরাঞ্চলের ভেনেটো, ফ্রিউলি, ভেনেজিয়া, গিউলিয়াসহ কিছু এলাকায় করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার রোমে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেছেন, আমরা আগামী সপ্তাহ থেকে বুস্টার ডোজ বাড়ানোর জন্য কাজ করছি।

ফ্রান্স

ফ্রান্সে সরকারি নিষেধাজ্ঞাগুলি সংক্রমণকে তুলনামূলকভাবে কম রাখতে সহায়তা করেছিল, সেখানে আবারও নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ইউরোপে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৪৪৬ জন। একই সময়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৯৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সোমবার (০৮ নভেম্বর) নাগাদ ইউরোপে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ২৬৮ জন। একই সময় নাগাদ করোনায় মোট মারা গেছেন ১৩ লাখ ২৮ হাজার ৭১৯ জন।

এ সম্পর্কিত আরও খবর