যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা সংঘাতে উসকানি দিচ্ছে: পুতিন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:30:53

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমেরিকা ও ন্যাটো জোটের কয়েকটি সদস্য দেশ কৃষ্ণ সাগরে রুশ সীমান্তের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে সংঘাত বা যুদ্ধের উসকানি দিচ্ছে।’

তিনি বলেন, ‘কৃষ্ণ সাগরে এগুলো তাদের অপরিকল্পিত মহড়া। তারা শুধু শক্তিশালী নৌ-বাহিনীই পাঠাচ্ছে না, কৌশলগত বিমানসহ যুদ্ধবিমানও পাঠাচ্ছে। এটি আমাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ।’

শনিবার (১৩ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‌‌‘চ্যানেল রোসিয়া-২৪’-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা কৃষ্ণ সাগরের আকাশে ন্যাটো জোটের ছয়টি গোয়েন্দা বিমান শনাক্ত করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তি জোরদার করেছে, তার অংশ হিসেবে এসব বিমান পাঠানো হচ্ছে।

তারা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে। মার্কিন এ তৎপরতাকে রুশ সামরিক বাহিনী বলছে, আমেরিকা সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্র নিরীক্ষণ করছে।

এ সম্পর্কিত আরও খবর