দূষণ থেকে বাঁচতে দিল্লিতে সব স্কুল বন্ধ ঘোষণা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:17:49

মাত্রাতিরিক্ত দূষণের জেরে ভারতের রাজধানী দিল্লির সব স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেছেন, স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে, যাতে শিশুদের দূষিত বাতাসে শ্বাস নিতে না হয়। তিনি আরও বলেন, এই রাজ্যে নির্মাণ কার্যক্রমও চার দিনের জন্য বন্ধ থাকবে।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা এক সপ্তাহ বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি অফিসগুলোকেও একই নীতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কারখানা এবং যানবাহন ধোঁয়ার পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলোতে খড় পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দেশটির শীর্ষ আদালত কয়েকদিনের জন্য লকডাউন ঘোষণার পরামর্শ দিলেও এখনই সে রাস্তায় হাঁটছে না দিল্লি সরকার। আপাতত সাত দিনের জন্য স্কুল বন্ধ রাখা এবং সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর